Paradoxical Sajid 1 book review

আসসালামু আলাইকুম।
প্যারাডক্সিক্যাল সাজিদ।
আরিফ আজাদ ভাইয়ের এক অনবদ্য রচনা।
যখন মুক্তমনা ব্লগের লেখা
বর্তমান যুবক সমাজ গলধঃকরন করে…
বিশ্বাসের দরজা ভেঙ্গে ফেলার মত
উপক্রম হয়েছিল…
তখনই কলম হাতে ঝাপিয়ে পড়েন
বর্তমান সময়ের তরুন কলম যোদ্ধা…
আরিফ আজাদ।
একে একে চূর্ণ-বিচূর্ণ করতে শুরু করেন,
মুক্তমনা নামধারী নাস্তিক ব্লগারদের
তৈরি করা বালির বাধ।
বর্তমান তরুনদের মুখে মুখে উচ্চারিত নাম আরিফ আজাদ…
এবং তার যুদ্ধের প্রথম তরবারি
প্যারাডক্সিক্যাল সাজিদ।
এই বইটি ২০১৭ এবং ২০১৮ সালে
রকমারি…
এবং বইমেলায় সর্বোচ্চ বিক্রি হওয়া বই।
একটি কথা না বললেই নয়…
এই বইটি তাদের জন্য যারা বিশ্বাস…
এবং অবিশ্বাসের মাঝে
দোদুল্যমান অবস্থায় রয়েছে।
সিদ্ধান্তহীনতা যার নিত্যদিনের সঙ্গী।
যারা বিশ্বাসের দরজায়
নিয়মিত করা নেড়ে চলেছে…
কিন্ত, সেই দরজা ভেদ করে
বিশ্বাসকে আলিঙ্গন করতে পারছে না।
তাদের জন্য বইটি প্যারাসিটামল স্বরুপ।
এই বইয়ের উছিলায় যদি একজন ব্যক্তিও
বিশ্বাসকে আলিঙ্গন করে থাকে…
তাহলে মহান আল্লাহ্‌ তায়ালা
অবশ্যই বইটির লেখককে উত্তম প্রতিদান দিবেন।
ইনশাআল্লাহ্‌।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা…
এই বইটি কোন ঐশ্বরিক গ্রন্থ নয় যে…
এখানে কোন ভুলভ্রান্তি থাকবে না।
যুক্তির যুদ্ধে শেষ কথা বলে কিছুই নেই।
এটা চলমান…
তবে ভাল লাগার কথা হলো,
অনেকেই এই বইকে আক্রমণ করছে…
বলছে এটা ভুল ঐটা ভুল।
এ থেকে একটা ব্যাপারই পরিস্কার হয়।
সেটা হল…
মুক্তমনা নামধারী নাস্তিকদের আঁতে
ঠিকই ঘায়ের সৃষ্টি হয়েছে বইটির মাধ্যমে।

/> সেই ঘায়ে ঔষধ লাগাতে অনেকেই এই বই…
এবং এর লেখকের পেছনে
আধা জল খেয়ে লেগেছে।
তবে…
একটা কথা মনে রাখবেন…
বিশ্বাস অন্তরের ব্যাপার,
যুক্তি কেবল সহায়ক হতে পারে…
এর বেশি কিছু নয়।
কিছু কিছু ক্ষেত্রে যুক্তি খুজতে যাওয়াটাও বোকামি।
সবচেয়ে বড় কথা…
আমরা এই বইকে নয়
কোরআন এবং হাদিসকে অনুসরণ করি।
মহান আল্লাহ্‌ তায়ালা আমাদের বিশ্বাসী…
এবং পরিপূর্ণ মুসলিম হওয়ার
তৌফিক দান করুন।
আমিন।

Leave a Reply

%d bloggers like this: